বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কচুয়ার কৃতি সন্তান ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের ৫০তম জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ৫০তম জন্মদিন পালন করা হয়।
এসময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক আবুল খায়ের, নজরুল ইসলাম, ফজলুল হক, রফিকুল ইসলাম, প্রভাষক ইউনুছ মোল্লা, মকিম বেপারী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সৌরভ, পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অভি, জুয়েল রানাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কচুয়া প্রতিনিধি