জাটকা রক্ষায় আরো দায়িত্বশীল হতে হবে

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল নদীতে নিষিদ্ধকালীন সময়ে জেলেরা এখনো জাটকা ইলিশ নিধন করছে। যা অত্যন্ত দুঃখজনক। আমরা জেলেদের কাছে এমনটা প্রত্যাশা করি না। কারণ সরকার জেলেদের জন্য যেই পরিমান সাহায্য সহযোগীতা করছে তা এখন আর অপ্রতুল নয়। কিন্তু জেলেরা এরপরও লোভ সামলাতে পারছে না বলেই মনে হচ্ছে। এমন ছোট ইলিশ ধরে কতটা লাভ হচ্ছে তা জেলেদেরকে ভাবার জন্য আহবান জানাচ্ছি।

আমরা মনেকরি জেলেদের মানসিকতার পরিবর্তনের সময় এসেছে। আমরা জাতি হিসেবে এখন আগের চেয়ে অনেকটা এগিছি। তাই আমাদের জাতীয় সম্পদ রক্ষার জন্যও জেলেদেরকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। এভাবে চলতে থাকলে আমাদের জাতীয় সম্পদের ব্যাপক বিপর্যয় দেখা দেবে এতে কোন সন্দেহ নেই। তাই জেলেদেরকে অবশ্যই জাটকা নিধন থেকে বিরত থাকা এখন অপরিহার্য। পাশপাশি যারা জাটকা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তাদেরকেও সতর্ক হওয়া উচিত। জাকটা বেচাকেনা বন্ধ হলে জেলেরাও নিরোৎসাহিত হবে নদীতে যেতে।

তাই সবাইকে এ ব্যাপারে আরো দায়িত্বশীল মনোভাব নিয়ে এগিয়ে আসা দরকার বলে মনেকরছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *