জিলানী চিশতী কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেনিতে ভর্তি বিষয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তোমরা সফলতার সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা রাখি তোমরা একাদশ শ্রেনিতে জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। জিলানী চিশতী কলেজ চাঁদপুর সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ। এ কলেজটি ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ কলেজের নামকরণের ঘোষনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন,এ প্রতিষ্ঠানে পড়ালেখার মান অনেক ভালো। এ কলেজে যে কোন পরিস্থিতিতে শ্রেনি কার্যক্রম ব্যহত হয়নি, করোনা কালে নিয়মিত অনলাইনে শ্রেনি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তোমাদের কলেজে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তোমরা এ কলেজে ভর্তি হবে। কারন একজন শিক্ষার্থী শাহতলী থেকে চাঁদপুর যেতে ২শ টাকা খরচ হবে। আবার নিরাপত্তার বিষয় রয়েছে। আমাদের জিলানী চিশতী কলেজের কোন শিক্ষার্থীদেরকে রাস্তা ঘাটে কোন বখাটে বা অন্য কোন ভাবে কেউ ইভটিজিং বা ডিস্টার্ব করলে আমাকে জানালে আমি দ্রুত আইনী ব্যবস্থা নিব। সকল শিক্ষার্থী যাতে উপবৃত্তি পায় আমরা তার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীদের সর্ব্বোচ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। অর্থের জন্য কোন ছাত্র-ছাত্রী লেখাপড়া বন্ধ হবে না ।
২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন,জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, অভিভাবক মো:নুরুজ্জামান মুন্সি,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, প্রচার সম্পাদক মো: মনির চৌধুরী, অভিভাবক পারুল বেগম, অভিভাবক ছালেহা বেগম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী আফরোজা আক্তার, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী এশা আক্তারসহ অন্যান্যরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামিমা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক নাছরিন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবেয়া বেগম, নাজমা বেগম, আয়শা বেগম, সালেহা আক্তার, মাসুদা বেগম, ফাতেমা আক্তার, সাবিনা বেগম, ফিরোজা বেগম, অহিদা বেগমসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
সভা শেষে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি মৌলভী মাওলানা আব্দুল হালিম গাজী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *