চাঁদপুর সদর শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম। ১৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় স্বাগত জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ।
পরিদর্শনকালে প্রফেসর মোঃ আজহারুল ইসলাম শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের রেকর্ড পর্যালোচনাক্রমে সন্তোষ প্রকাশ করেন । পরিদর্শন শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী’র পরিচালনায় শিক্ষার্থাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রফেসর মো: আজহারুল ইসলাম।
তিনি বলেন, করোনা মাহমারিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। সরকার তোমাদের কথা চিন্তা করে ও দেশকে এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। এখন তোমরা সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে। তোমরা অন্যদের স্বাস্থ্যবিধি মানতে সহায়তা করবে। তাহলে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাবে না। নিজের সাথে সাথে অন্যদের প্রতিও খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
স্টাফ রিপোর্টার