কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
জাটকা নিধন চলছেই। চাঁদপুরের নদীতে জেলেরা জাটকা নিধন বন্ধ নেই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইলিশ সংরক্ষণে জেলেরা বারো মাসই ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। এমনটাই জানিয়েছেন কিছু জেলে। তারা দাবী করেন নিষেধজ্ঞার কবলে পড়ে নিস্ব হয়ে পড়েছি। নদীতে মাছ ধরার মতো কোন অবলম্বন আর অবশিষ্ট নেই। তাই অন্য পেশা খোঁজছেন তারা। সম্প্রতি এমন একটি সংবাদও চাঁদপুরের কয়েকটি সংবাদ মাধ্যমে দেখা যায়।
সংবাদে দেখা যায় নদী মাছ ধরতে জেলেরা দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে এই নিষেধাজ্ঞার কারণে। অপর দিকে প্রায় বারো মাসই এখন জাটকার দেখা মেলে নদীতে। তাই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে নীদ গবেষকদের। জেলেদের টিকিয়ে রাখতে হলে উপযুক্ত উপায় খুঁজে বের করা এখন সময়ের দাবী।