ঝুঁকিপূর্ণ সাঁকোর স্থানে ব্রীজ নির্মাণের উদ্যোগ নিন

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
প্রায় ৭০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘ অনেক বছর দরে যাতায়াত করতে হচ্ছে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচরের পরিচিত ও আলোচিত চেয়ারম্যান বাজার এলাকার সাধারণ মানুষ। যে বাজারে যেতে নদীর পাড় থেকে রয়েছে ইটের রাস্তা। রয়েছে অটো রিক্সার ব্যবস্থাও। ইটের রাস্তাটি চেয়ারম্যান বাজার হয়ে ইশানবালা ঘাট পর্যন্ত থাকলেও চেয়ারম্যান বাজার পর্যন্তই এর সুফল। কারণ চেয়ারম্যান বাজারের পাশে রাস্তার মাঝ খানে রয়েছে একটি খাল। খালের উপর রয়েছে ঝুকিপূর্ন বাঁশের সাঁকো।
এ সাঁকো দিয়ে ৩৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর যাতায়াত করে স্কুলে যেতে হয়। ভয়ংকর এ সাঁকো থেকে পড়ে গিয়ে অনেক ছাত্র ছাত্রী গুরুতর আহত হওয়ার মতও ঘটনা ঘটেছে। এ ছাড়া সাঁকো পার হওয়ার ভয়ে স্কুলে আসতে পারেনি কোমলমতি শিক্ষার্থীরা।
তাই এই সাঁকোটির স্থানে দ্রুত ব্রীজ নির্মাণ করা সময়ের দাবী। বর্তমানে উন্নয়নের যুগে এ ধরনের সাঁকো থাকা জাতিকে পিছিয়ে দিবে। তাই দেশ ও জাতির উন্নয়নে দ্রুত ব্রীজটি নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *