লিবিয়ায় তুমুল সংঘর্ষে নিহত ২৩

somoy news

 

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনের বেশি মানুষ।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এদিকে শনিবার (২৭ আগসস্ট) সংঘর্ষের ঘটনার পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ নাগরিকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে পুনরায় বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুমুল

এদিকে পরিস্থিতি শান্ত করতে লিবিয়ার সবকটি সশস্ত্র গ্রুপকে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১১ সালে নেটোর প্রত্যক্ষ মদদে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে আফ্রিকার দেশটি ভয়াবহ অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা সত্ত্বেও গত দুই বছর লিবিয়া তুলনামূলক শান্ত সময় পার করেছে।

 

 

 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট স্বীকৃত ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এসময় রাজধানীর ত্রিপিালীর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়াও উপরে উঠতে দেখা গেছে।

 

লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন সহিংসতার ‌নিন্দা জানাচ্ছে। বিবাদমান পক্ষগুলোর অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *