মতলব উত্তর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন,তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো।” তিনি আরো বলেন, প্রানী পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।
উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যা, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল , মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আনজুম অনিক।
উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু,ছাগল,হাঁস,মুরগী,কবুতর,পাখিসহ মোট ৩৫টি খামরী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৩জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।
মতলব দক্ষিণে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
১৬ ফেব্রুয়ারী( বুধবার) বেলা এগারোটায় স্থানীয় নিউ হোস্টেল মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও প্রাণী সম্পদ অফিসের মাঠ সহকারী নাজমুন নাহার শ্রাবনীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।
মেলায় উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া,ঘোড়া, টারকী মোরগ,তিতির,কবুতর,গ্রীবাজ পাখি ঘুঘুসহ শতাধিক প্রাণীর স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্ধোধন করেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি। সবশেষে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। বিকালে অংশগ্রহণকারী স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।