নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর-শিক্ষাব্যবস্থায় নানা উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, পড়াশোনা আর চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। নতুন শিক্ষাক্রম তৈরি হয়েছে শিক্ষার্থীদের নতুন কিছু জানাতে ও শেখাতে। যা তাদের নতুন চিন্তাধারার পথ দেখাবে। এসময় তিনি তৃণমূল পর্যায়ের গবেষকদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্প গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের নবম পিজিপি কোর্স এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি হিসেবে গণহত্যা জাদুঘরের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুনতাসির মামুন।
এছাড়াও গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি সম্পাদক ড. শহীদ চৌধুরী কাদের এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সচিব অধ্যাপক মো. জহির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস।
বক্তব্যপর্ব শেষে নবম পিজিপি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সম্মানিত অতিথি হিসেবে গণহত্যা জাদুঘরের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুনতাসির মামুন।