খেলতে গিয়ে খাদিজা আক্তার নামের আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজা খুজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ভেসে উঠে শিশুটি। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরই শিশুটির লাশ নিয়ে যায় পুলিশ।
বুধবার এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়িতে। শিশুটি ওই বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে।
নিহতের চাচা ইমরান হোসেন জানান, খাদিজা খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজা-খুজির এক পর্যায় তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভির হাসান বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশু খাদিজার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ প্রতিনিধি