চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

দুর্নীতিমুক্ত দেশ গড়াই গনফোরামের একমাত্র লক্ষ তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর গনফোরাম জেলা পরিষদ।

৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর গনফোরাম জেলা পরিষদ সভাপতি অ্যাড. সেলিম আকবর। তিনি বক্তব্যে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে। তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া বৃদ্ধি হচ্ছে। সরকার আজ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, ডিজেলের দাম প্রত্যাহার করতে হবে। এই ডিজেলের দাম যদি না কমানো হয়, তাহলে বাসের ভাড়া, লঞ্চের ভাড়া কমবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ডিজেল এর দাম যদি না কমানো হয়, তাহলে জনগনকে সাথে নিয়ে আমরা আন্দোলনে নেমে পড়বো।

চাঁদপুর জেলা গনফোরাম জেলা পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বাবুল) এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গনফোরাম জেলা পরিষদের সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ রেজাউল করিম খান, সদর থানা গনফোরাম জেলা পরিষদের সভাপতি মোঃ মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর,
শহর গনফোরাম জেলা পরিষদের সভাপতি আবুল খায়ের, জেলা মহিলা গনফোরাম সভাপতি অ্যাড. জেছমিন আক্তার, হাইমচর উপজেলা গনফোরাম সভাপতি শাহজাহান রাড়ী, লক্ষিপুর ইউনিয়ন গনফোরাম সভাপতি নাজিম উদ্দিন, বিষ্ণপুর ইউনিয়ন গনফোরাম সভাপতি সোহেল বেপারী, চাঁদপুর জেলা গনফোরাম জেলা পরিষদের দপ্তর সম্পাদক রুহুল মতিন, জেলা মহিলা গনফোরামের সম্পাদিকা শিল্পি আক্তার, সদস্য মনোয়ারা বেগম, পৌর ওয়ার্ড গনফোরাম সভাপতি বিল্লাল হোসেন।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *