চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের তৃতীয় দিন শেষ হচ্ছে আজ। আজকের পর আর কোন আপিলের সুযোগ থাকছে না। কাল থেকে ২২ ও ২৪ সেপ্টেম্বর বিকাল আপিল নিস্পত্তি সম্পন্ন করা হবে। এর পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ভোট হবে ইভিএমএ। মোট ভোটার ১২৭৩ জন।ভোট কেন্দ্র ৮টি। প্রতিটি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র থাকবে।