মতলব উত্তরে সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ ১১ জানুয়ারি

মতলব উত্তর প্রতিনিধি তৃতীয় ধাপে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি। গতকাল চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ইমরান-মাহমুদ-ডালিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই দিন ১৩ ইউপি চেয়ারম্যানদের চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস শপথবাক্য পাঠ করাবেন। সংরক্ষিত আসনের সদস্য ৩৯ জন ও সাধারণ আসনের সদস্য ১১৭ জনের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান শপথবাক্য পাঠ করাবেন। এর আগে ১৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ ইসমাইল হোসেন গেজেট প্রকাশ করেন।

গত ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে ৭টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এঁদের মধ্যে আবার আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৬ জন।

প্রকাশিত গেজেট অনুযায়ী-ষাটনল ইউপির চেয়ারম্যান মো. ফেরদাউস আলম, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, সাদুল্লাপুর ইউপির চেয়ারম্যান মো. জোবাইর আজীম পাঠান, দুর্গাপুর ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন খান, কলাকান্দা ইউপির চেয়ারম্যান মো. ছোবাহান সরকারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *