
স্টাফ রিপোর্টার ।পবিত্র শবে বরাত উপলক্ষে৷ চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফে মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ সোমবার বাদ এশার রর থেকে পুরো রাতে চলে পবিত্র শবে বরাতের নামাজ। এই নামাজ আদায় করছেন সমস্থ মুসলমানরা মহান এ রাতে আল্লাহ রাসুলের কাছে যা চাইবে মহান আল্লাহ বান্দাকে তাই দিবে । হযরত মোশাররফ হোসেন চিশতি মুশু (রা.) মাজাারে মিলাদ ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন মুশু বাবার বক্ত ও বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতি চাঁদপুরী তিনি বলেন মহান আল্লাহ রাসুল এর মিলাদ মহফিল এক শ্রেনীর লোকেরা বলেন হারাম আজ মহান রাসুলের সেই মক্কা মদিনায় মিলাদ পরছে নবীর নামে। মহান আল্লাহ আমার হাবিবের নামে ফেরেশস্তাদের নিয়ে নিজেই দূরুদ পরেন। আপনেরা নামাজের পাশাপাশি মিলাদ দূরুদ পরবেন এবং জিকির করবেন অলিআউলিয়াদের ভালো বাসবেন।এ সময় উপস্থিত ছিলেন ইচলী রহমানিয়া দরবার শরীফের বক্ত ও চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল রহমান টুটুল, হযরত মোশারফ হোসেনচিশতী মুশু (রা) জামাতা, মাইজ ভান্ডার শরীফের মইনীয়া বক্ত ও দৈনিক চাঁদপুর সময় সম্পাদক-ও প্রকাশক মোহাম্মদ আলী এরশাদ খান, রহমানিয়া দরবার শরীফের বক্ত মোঃ জামাল কাড়ী পাটওয়ারী,ও মোঃ নাজির হোসেন পাটওয়ারী, মোঃ লোকমান খান, মইনীয়া বক্ত ও চাঁদপুর সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, কুমিল্লা তাজু শাহর বক্ত মোঃ মাসুদসহ তরীকতের বক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন। তবে মিলাদ শেষে সবার মাঝে তাবারক বিতর করা হয়। এর পর চলে সারারাত চলে জিকির।