২০৪১ সালে মধ্যে দারিদ্রতা শব্দটি ইতিহাসের বইয়ে লিপিবদ্ধ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশের কোথাও কোথাও সরকারি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে যে বিরোধ দেখা যাচ্ছে, তাতে উন্নয়ন কর্মকান্ড- ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা সবাই দেশপ্রেমিক। তবে সম্পর্ক অবনতির জন্য যদি কেউ দায়ী হন, তার জন্য আইন হওয়া দরকার এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, সরকারি প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের মধ্যে এমন বৈরিতা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যদেশেও এমন পরিস্থিতি তৈরি হয়।

দেশের উন্নয়ন কর্মকা- দ্রুত এগিয়ে যাওয়া প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এখন যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে আগামি ২০৪১ সালে দরিদ্রতা বলতে কিছুই থাকবে না। তখন এই শব্দটি ইতিহাসের বইয়ে লিপিবদ্ধ হবে। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বির্নিমাণে সবধরণের উন্নয়ন চলছে।

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুরসহ সারাদেশের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ধারণা দেন। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে মতলব হয়ে চাঁদপুর-লক্ষ্মীপুর এবং নোয়াখালী পর্যন্ত আরেকটি বিকল্প মহাসড়ক নির্মাণ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মন চন্দ্র সুত্রধর, এইচএম আহসান উল্লাহ, সাংবাদিক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।

পরে চাঁদপুর শহরে মেঘনা নদী তীর সংরক্ষণ প্রকল্প এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় উপচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *