পরিবেশ বিনষ্টকারী ইটাভাটা বন্ধ করা উচিৎ

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের হিসাব মতে জেলায় বর্তমানে ৯৩টি ইট ভাটার মধ্যে ৫৩টি ইটভাটা বৈধ রয়েছে। গত এক বছরে ১৫টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। বাকী যেসব ইটভাটার বৈধতা নেই, প্রশাসনের সহযোগিতায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
আমরা মনেকরি ইটভাটা যেহেতু পরিবেশের ব্যাপক ক্ষতি করছে তাই এসব ইটভাটা বৈধ বা অবৈধের হিসাব না করে যেসব ইটভাটা ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি করছে, কৃষি জমি বিনষ্ট করছে এবং জন বসতিতে বিরূপ প্রভাব ফেলতে সেইসব ইটভাটা বন্ধ করে দেওয়া দরকার।
অনুমোদনের দোহাই দিয়ে এসব ইটাভাটা চলতে দেওয়া যায় না। যতটুকু জেনেছি সরকার চাচ্ছে এসব বান্দাতা আমলের ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব এবং অধিক সহনশীল ইট তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনেকরি এসব ইটভাটা চালু রেখে তার বাস্তবায়ন সম্ভব নয়। দেশের সকল ইটভাটা বন্ধ করে দিলে সবাই কংক্রিটের ইটের দিকে ঝুঁকবে। তাই গতনুগতিক সকল ইটভাটা বন্ধ করার উদ্যোগ নেওয়াই এখন সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *