হাসান আলী স্কুলে পানির ফিল্টার দিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবসবিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করল চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২৬ শে অক্টোবর তাদের পূর্ণ নির্ধারিত কর্মসূচী পালন উপলক্ষে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি পান করার ফিল্টার ও খাতা পেন্সিল বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পানি খাওয়ার জন্য একটি ফিল্টার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বন্যার হাতে তুলেদেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল। এ সময় তারা প্রায় ৩ শতাধিক ছাত্র ছাত্রীর মাঝে খাতা ও কলম তুলে দেন ।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এডভোকেট হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান লিটু, এডভোকেট আতাউর রহমান পাটোয়ারী,হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা। উপস্থিত ছিলেন যুগ্নসাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না,ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম ,মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দে, শিক্ষা বিষয়কসম্পাদক জামিল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রাসেল, রাসেল আহমেদ, তাপস রায়, নিশান পাটোয়ারী, কালাম, আনোয়ার,উজ্জ্বল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *