ফরিদগঞ্জে সরকারি বিধি উপেক্ষা করে পুকুর খননে রাস্তা ধসে পড়ছে

ফরিদগঞ্জে বিভিন্ন এলাকায় এলজিইডির পাকা সড়ক পথ পুকুরে ধসে যাচ্ছে। সরকারি বিধি না মেনে সড়ক ঘেষে ব্যক্তি মালিকানায় পুকুর খননে সড়কের এ ক্ষতি হচ্ছে। সড়কের ক্ষতিতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে সড়ক রক্ষায় গাইড ওয়াল নির্মাণে অনেক পুকুর মালিক বাধা দিচ্ছে বলে জানা যায়। ফরিদগঞ্জ উপজেলায় এলজিইডি থেকে গত ক’বছরে অনেকগুলো গ্রামীন সড়ক পাকাকরণ হয়েছে। নতুন উদ্যোগে আরও কাচা সড়ক পাকাকরণ করা হচ্ছে। আগামীতে পর্যায়ক্রমে গ্রামীণ কাচা সড়ক গুলো পাকাকরণ করা হবে বলে জানানো হয়।

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলজিইডির সড়ক ঘেষে বহু সংখ্যক পুকুর রয়েছে। এর মধ্যে ৩ নং সুবিদপুর ১ নং বালিথুবা ৫ নং গুপ্টি সহ বেশ কয়েকটি ইউনিয়নে সড়ক ঘেষে বেশি সংখ্যক পুকুর আছে। সড়ক পথ ঘেষে প্রতি বছরই একের পর এক নতুন পুকুর খনন করা হচ্ছে। সরকারি বিধি বিধান না মেনে ব্যক্তি মালিকানার পুকুরগুলো খনন করা হয়েছে। এবং খনন করা হচ্ছে আরো নতুন পুকুর। মাছ চাষে খনন করা প্রায় সবগুলো পুকুরই গভীর করে খনন করা হচ্ছে। পুকুরের চালা বানানো এবং ব্যবহার করা হচ্ছে সরকারি সড়ক পথ।

এলজিইডি সূত্রে ইমারত নির্মান বিধি মালা ১৯৯৬ এর ধারা ২৮ মোতাবেক নিজ ভুমির কমপক্ষে ১০ ফুট অভ্যন্তরে পুকুর বা জলাশয় সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি সড়কের কিনারা থেকে কমপক্ষে ১০ ফুট দুরত্বে (জায়গা রেখে) পুকুর কিংবা জলাশয় খনন করতে হবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপরে উল্লেখিত ইউনিয়নগুলোসহ আরো অনেক ইউনিয়নে বড় সংখ্যক পাকা সড়ক ঘেষে বহু সংখ্যক পুকুর রয়েছে। এছাড়া উপজেলায় বিভিন্ন সরকারি খাল ও নদীর কিনার ঘেঁষে অসংখ্য পাকা সড়ক থাকায়, এসব সড়কের অনেক জায়গা পুকুরে ধ্বসে গেছে। ১নং বালিথুবা ইউনিয়নের টুবগি সড়ক, ২ নং বালিথুবা ইউনিয়নের ইসলামপুর সড়ক, কামতা হাজীগঞ্জ সড়ক, গাজীপুর হতে কড়ৈতলী বাজার হয়ে চৌরঙ্গী বাজার হয়ে আস্টা সড়কসহ ফরিদগঞ্জের অসংখ্য সড়ক গত ক’মাস আগে মেরামত করা হয়েছে। কিন্তু এই সড়কগুলো ঘেষে পুকুর এবং খাল থাকার কারণে এরই মধ্যে সড়ক ধসে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র প্রকৌশলী এ এস এম রাশেদুল ইসলাম বলেন, পুকুরের গভীরতার ধরন বুজে বিধিমোতাবেক সড়কের কিনারা থেকে কমপক্ষে ৫ ফুট ক্ষেত্র বিশেষ কমবেশ জায়গা রেখে তবেই পুকুর খনন করতে হবে। এতে সড়কের স্থায়িত্ব ও গুনগত মান বজায় থাকে। সেখানে পুকুর গুলো সড়ক ঘেষে কাটা এবং চালা হিসেবে সরকারি সড়ক পথ ব্যবহার করায় ক্ষতি হচ্ছে সড়ক পথের। সে কারনে সড়ক টিকছে না।
এদিকে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত ও রক্ষায় গাইড ওয়াল নির্মানে সরকারি বিপুল অর্থ ব্যয় হচ্ছে। অনেক জায়গায় গাইড ওয়াল নির্মান করতে গেলে পুকুর মালিকেরা বাধা দিচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি এই প্রতিবেদককে জানান, অবৈধভাবে চলাচলকারি ট্রাক্টরের ব্যাপারে খোঁজ নিয়ে অতিদ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এসময় ট্রাক্টরের চাপা পিস্ট হয়ে একটি শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি।

ফরিদগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *