পুতিনের সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা জেলেনস্কির

 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটের সদস্য পদ ফাস্ট ট্র্যাক ভিত্তিতে পাওয়ার আবেদন করেছে। কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নয়।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি বলেছেন, ‘আমরা ন্যাটোতে দ্রুত যোগদানের জন্য ইউক্রেনের আবেদনে স্বাক্ষর করার মাধ্যমে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি।’

ভিডিওটিতে দেখা গেছে, জেলেনস্কি সদস্যপদ আবেদনের বিষয়টি ঘোষণা করছেন এবং এরপরে তার প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সাথে ‘সমান, সৎ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য শর্তে’ সহাবস্থানের ধারণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিয়েভ। তবে এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি কোনো বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন জেলেনস্কি।

 

তিনি বলেছেন, ‘স্পষ্টতই, এই রুশ প্রেসিডেন্টের সঙ্গে এটি অসম্ভব। তিনি জানেন না মর্যাদা ও সততা কী। আমরা রাশিয়ার সাথে সংলাপের জন্য প্রস্তুত, তবে রাশিয়ার অন্য প্রেসিডেন্টের সঙ্গে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *