চাঁদপুর পৌরসভার ১২৫ বছর উপলক্ষ্যে সাংস্কৃতিক পক্ষ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সংস্কৃতি এবং রাজনীতি এ দুটি একে অপরের হাতে হাত ধরে একসাথে চলে। আর এটির দুটিই সঠিক পথে একসাথে চললে সেখানে সঠিক ফলাফল পাওয়া যায় এবং বিজয়ী হওয়া যায়। যেমনটির সঠিক ফলাফল বাঙ্গালী জাতি পেয়েছিলো মহান স্বাধীনতা সংগ্রামে।তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে সেদিন রাজনীতি এবং সংস্কৃতি এই দুটি একসাথে একমনে একসঙ্গে চলার কারনে সেদিন বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলো, ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা ও স্বাধীন ভূ-খণ্ড পেয়েছিলাম। তিনি আরো বলেন, আমাদের সংস্কৃতির ঐতিহ্য হাজারো বছরের। এই ঐতিহ্য কে মুছে ফেলার জন্য পাকিস্তানিরা সর্বপ্রথম আমাদের সংস্কৃতির উপর আঘাত করেছিলো। তিনি, চাঁদপুর পৌর সভার ১২৫ বছর পূতি উপলক্ষে এ পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়ে এ পৌরসভা কে এগিয়ে নিয়ে আজকের অবস্থানে এনেছেন, সেই সকল নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, এই পৌর সভার পৌর পিতা যিনি হবেন তিনি অবশ্যই একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তিনি বলেন, আমার মনে হয়, আমাদের নেএী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কে একজন যোগ্য পৌরপিতা দিয়েছেন, তিনি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল পৌর মেয়র হয়েছেন বলেই আজ পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালা করা সম্ভব হয়েছে। তিনি তাঁর যোগ্যতার প্রমান দিয়েছেন, সেটির আরেকটি প্রমাণ হলো লেখক সাংবাদিক ফরিদ হাসান কে পৃষপোষকতা দিয়ে চাঁদপুরের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে বই বের করার জন্য সহযোগিতার হাত প্রসারিত করা। ইতিমধ্যে তিনি তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধামননশীলতা দিয়ে এই পৌর বাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন চালিয়ে যাচ্ছে। আশা আপনাদের বলে যাচ্ছি, খুব শীঘ্রই চাঁদপুর পৌর নাগরিকদের সকল সূযোগ সুবিধা এবং উন্নয়ন কাজ চালু করা হবে। তিনি সর্বোপরি সকল ক্ষেত্রে চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে চাঁদপুর পৌরসভার ১২৫ বছর উপলক্ষে চাঁদপুর পৌর পরিষদের আয়োজনে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক পক্ষ ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর পৌরসভার আয়োজনে ও সাংস্কৃতিক পক্ষ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উৎসব উদযাপন কমিটির সমন্বয়ক জিয়াউল আহসান টিটো ও বিশিষ্ট নাট্যকার সাংবাদিক শরীফ চৌধুরীর। আলোচনা শেষে উৎসবের সকল অতিথি এবং অংশগ্রহণকারী সকল সংগঠন কে পৌর পরিষদের পক্ষ থেকে সন্মমনা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে মনোঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *