‘হাওয়া’: প্রথম দিনেই বাজিমাত

গ্র্যান্ড সিনেপ্লেক্স সিলেটে ‘হাওয়া’ দেখে বেরিয়ে শামসুল আরেফিন নামের এক দর্শক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘“হাওয়া” দেখলাম সিলেটের প্রথম সিনেপ্লেক্সের প্রথম প্রদর্শনীতে। এককথায় মেজবাউর রহমান সুমনের ভালো নির্মাণ “হাওয়া”। চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষিসহ সবার অভিনয় ছিল দুর্দান্ত। হলভর্তি বেশির ভাগ দর্শককে সন্তুষ্ট প্রকাশ করতে দেখেছি।’ খুলনার হল শঙ্খ। ৪০০ আসনের এ হলে প্রতিদিন চারটি করে শো চলছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’র। হলের দায়িত্বে থাকা কামাল হোসেন সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত তিনটি শো শেষ হয়েছে। সব কটিই হাউসফুল। সিনেপ্লেক্সগুলোর মতো এখানে অত বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়নি। তবে আগামী ১ আগস্ট পর্যন্ত বেশ কিছু আগাম টিকিট বিক্রি হয়েছে। সকালের সূর্য দেখলে দিনটা কেমন যাবে বোঝা যায়, মনে হচ্ছে ছবিটি ভালোই যাবে।’

গতকাল শুক্রবার সব কটি মাল্টিপ্লেক্সসহ দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। মুক্তির আগে থেকে ‘হাওয়া’ নিয়ে দর্শকের প্রবল আগ্রহ লক্ষ করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতমেতা ঝড় ওঠে। ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে প্রথম দিনের দর্শক–সাড়া দেখে বোঝা যাচ্ছে, এই ঝড় শিগগিরই থামবে না। ঢাকা ও ঢাকার বাইরে সিনেপ্লেক্সগুলোর দু-তিন দিনের আগাম টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে ছবির পরিচালক, অভিনেতা থেকে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। অপেক্ষায় ছিলেন মুক্তির পর প্রথম দিনে দর্শক প্রতিক্রিয়া দেখার। কিন্তু প্রথম দিনেই যেন উতরে গেল ‘হাওয়া’। যেসব হলে মুক্তি পেয়েছে, সেখানে যেন ‘হাওয়া উৎসব’ চলছে। ফেসবুকে দু–একটি মিশ্র প্রতিক্রিয়া বাদে বেশির ভাগই ছবিটি নিয়ে ইতিবাচক রিভিউ দিয়েছেন।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে বিকেলের শো দেখে বের হচ্ছিলেন তুহিন রহমান নামের এক দর্শক। ছবিটি নিয়ে তাঁর মন্তব্য, ‘অনেক সুন্দর ছবি। সমুদ্রে একটি নৌকার মধ্যে কী সুন্দর গল্প বলেছেন পরিচালক। মনে হচ্ছিল যেন একসুতায় মালা গেঁথেছেন।’ মুক্তির প্রথম দিন বিনোদন অঙ্গনের অনেকেই ছবিটি দেখতে হাজির হয়েছিলেন। দেখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁদের অনেকে। অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘সকাল সকাল এসে এত সুন্দর একটি সিনেমা দেখলাম! আমার কাছে মনে হয়েছে, এই “হাওয়া” সিনেমার হাওয়াকে বদলে দেবে।’ অভিনেত্রী বাঁধন বলেন, ‘ভালো লাগার কথা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হয়, এই রেশ অনেক দিন রয়ে যাবে।’ প্রথম দিন দর্শকের সঙ্গে প্রথম শো দেখার পর এই প্রতিবেদকের কথা হয় ছবির চান মিয়া চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীর সঙ্গে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হন অভিনেতা, ‘ছবিটি নিয়ে হলভর্তি দর্শকের উন্মাদনা আমার চোখ ভিজিয়ে দিচ্ছিল। যখন ছবিটিতে কাজ করি, তখন মনে হয়েছিল, ভালো কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু দর্শক সিনেমাটিকে এই পর্যায়ে নিয়ে যাবেন, বুঝতে পারিনি। দর্শক আমাদের সবার হৃদয় ভিজিয়ে দিয়েছেন।’

‘হাওয়া’: প্রথম দিনেই বাজিমাত

খুশির আবেগে ছবির গুলতি চরিত্রের নাজিফা তুষি তো কথাই বলতে পারছিলেন না, ‘শুধু এতটুকু বলি, দর্শকের কাছে চিরকৃতজ্ঞ।’ স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ২৭টি শো চলছে ‘হাওয়া’র। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাসে ১৩টি, লায়ন সিনেমাসে ৮টি করে শো চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিন সব কটিই ছিল হাউসফুল। এসব প্রেক্ষাগৃহে আগামী কয়েক দিনের সব টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান বলেন, ‘১৩টি করে শো চালাচ্ছি। সব হাউসফুল। আগামীকাল পর্যন্ত কোনো টিকিট নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *