প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র আওতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০২২-২৩ অর্থ বছরে অসহায় ও দুস্থদের মাঝে ১৩০ টি পরিবারকে ঢেউটিন ও ৩টি পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাছান। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়ে নিজেদের ভাগ্যউন্নয়ন করতে পারে। মহিলা অধিদপ্তরের মাধ্যমে নারীদের সেলাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে তুলছে। সেই প্রশিক্ষিত নারীরা যাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখতে পারে। এছাড়া অসহায় লোকজনকে নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন লোকজনকে পাকা ঘর করে দিচ্ছে। করোনা ও যুদ্ধের কারণে সারাবিশে^র অর্থনৈতিক পরিস্থিতি নাজুক। সেই ঢেউ আমাদেরও ছুয়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের অংশগ্রহণ জরুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে মুজিবর্ষের ঘর নির্মাণ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *