প্রযুক্তি খাতের সম্মেলন নভেম্বরে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি ২৫তম সম্মেলন শুরু হচ্ছে আগামি ১১ নভেম্বর। প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভার্চুয়ালি এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলএবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এ সম্মেলন আয়োজন করছে। আয়োজনে পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো,ই-ক্যাব এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি।

আগামি ১১ থেকে ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ২৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল্লি যুক্ত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল আমাদের জন্য গর্বের। এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এ বছরই সুযোগ হয়েছে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি খাতের এতো বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের।

এটি আমাদের জন্য গর্বের। আইসিটি খাতে বাংলাদেশকে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। এতে তথ্যপ্রযুক্তি খাতের বিশ্বের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ সম্মেলনের সফল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এ খাতে আরও অনেক দূর এগোবে। আয়োজকরা সংশ্লিষ্টরা জানান,“আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার”-স্লোগানে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে সম্মেলনে যুক্ত হওয়া যাবে। ডব্লিউসিআইটি ২০২১ সম্মেলনের সমান্তরালে একই সময়কালে অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড.মো.আব্দুল মান্নান,পিএএ ও বিসিএসের সভাপতি মো.শাহিদ-উল-মুনীর। উইথজার সেক্রেটারি জেনারেল জেমস এইচ পয়সান্ট অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হন। চারদিনব্যাপি এ সম্মেলনে থাকছে ৩০টি সেমিনার,মিনিস্টারিয়াল কনফারেন্স,বিটুনি সেশন। অনলাইনে নিবন্ধিত হয়ে এ সেমিনারগুলোতে অংশ নেয়া যাবে। ১১ নভেম্বর মিনিস্টারিয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যুক্ত হতে সম্মতি দিয়েছেন। প্রতিদিন সেমিনারের পাশাপাশি থাকছে বিশেষ আয়োজন।

এ বিশেষ আয়োজনে প্রথম দিন থাকছে “ডিজিটাল বাংলাদেশ নাইট”। ডিজিটাল বাংলাদেশ নাইটে বাংলাদেশের বিগত ১২ বছরের তথ্যপ্রযুক্তিতে অগ্রগতির বিস্তারিত তুলে ধরা হবে।

এক্সপো উপভোগের জন্য অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোর থেকে পিরঃ২০২১ নামের অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ইন্সটল করা যাবে। তবে ব্যবহারের পূর্বে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এছাড়াও www.wcit2021.com.bd ওয়েবসাইট ভিজিট করে ভার্চুয়ালি সম্মেলন ও প্রদর্শনী ঘুরে আসা যাবে। শারীরিকভাবে এবং অনলাইন রেজিস্ট্রেশনসহ ডব্লিউসিআইটি সম্মেলনের যাবতীয় www.wcit2021.org.bd ওয়েবসাইটটিতে পাওয়া যাবে।

স্টাফ রিপোটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *