১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ বৃহস্পতিবার (১২ অক্টোবর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদও উপজেলা। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো জেলার ৮ উপজেলার ক্রীড়া সংস্থা দল।
করোনা পরিস্থিতির কারণে দুইবছর পর শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।