ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জের তিন যুবকের কারনে হারিয়ে যাওয়া নরসিংদি সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের কন্দ্রফদি গ্রামের আব্দুলার মাকে খুঁজে পেলেন। ২ বছর আগে হারিয়ে যান মা। মাকে হারিয়ে ছেলে আবদুল্লার কষ্টের জীবন কাটছিল। বিভিন্ন স্থানে মাকে খোঁজে আবদুল্লাহ।

মায়ের খবর পেলেই ছুটে গেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অবশেষে ২ বছর পরে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যাালয়ে। দীর্ঘদিন পরে মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে ও পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই নারীকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে এলে সব তথ্য প্রমাণের ভিত্তিতে ছেলের কাছে তুলে দেয়া হয় মাকে।

ছেলের কাছে থাকা মায়ের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে জানা যায়, নরসিংদি সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের কন্দ্রফদি গ্রামের রুবি বেগমের বাড়ি। স্বামীর নাম মৃত শাহাজউদ্দিন।

ছেলে আবদুল্লা বলেন, দিনমজুর বাবা মারা যাওয়ার পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাদেরকে রেখে হঠাৎ একদিন মা নিখোঁজ হয়। ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় খুঁজেছি।
এ সময় সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান না থাকায় পক্ষে ফিল্ড সুপারভাইজার পান্না আক্তার রুবি বেগমকে তার ভাই ও ছেলের কাছে রুমা বেগমকে অফিশিয়লি হস্তান্তর করেন।
জানাযায়, কিছুদিন পূর্বে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় এই মহিলা গুরাপেরা করছিলেন। তখন বাংলাদেশ ওয়ার্কিং ক্লাবের সদস্য জহিরুল ইসলাম আরিফ, মাসুদ খান ও সোহাগ চন্দ্র বিশ্বাস এর সহযোগিতায় ভারসাম্যহীন রুবি বেগম (৫০)কে পুলিশের পরামর্শে উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করে।

ফরিদগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *