ফরিদগঞ্জে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশের সচেতনতা অভিযান

ফরিদগঞ্জে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশের সচেতনতা অভিযান
ফরিদগঞ্জে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশের সচেতনতা অভিযান

মোঃ মোশারফ হোসেন ফারুক মৃধা-করোনা ভাইরাসে আতঙ্ক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা’ এই স্লোগানকে সামনে রেখে, চাঁদপুরের ফরিদগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে থানা পুলিশ।

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরার জন্য প্রচার-প্রচারণা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে উদ্ধুব্ধ করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

২৮ এপ্রিল বুধবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাটবাজার ও জনসমাগমস্থলে মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে মাঠে কাজ করছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এসময় সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় আইজিপি মহোদয় এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় হাট বাজার এবং মার্কেট সমূহে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সুরক্ষিত রাখতে এসব কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *