ফরিদগঞ্জে ২ শিশুর অস্বাভাবিক মৃত্যু

 

ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০ মাস বয়সি শিশু মো. রাফি পানিতে পড়ে মারা যায়। শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
১১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, ওই দিন সকালে শিশু মো. রাফি সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে যায় এবং খেলার চলে ঘরের পাশের একটি ডোবাতে পড়ে যায় তার মৃত্যু হয়। শিশু মো. রাফি মুন্সি বাড়ির জাকির হোসেনের ছেলে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গাছের ডাল পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
মারা যাওয়া শিশুর নাম নিছা। সে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। নিছা স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর করার উদ্দেশ্য গাছ কাটছিল। তারা দু’বোন সহ তিনজন শিশু এক সাথে বাড়ির উঠনে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিছা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশু নিছাকে উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *