‘ফ্লোর নম্বর ৭’, চমক অনেক বাকি

যাত্রা শুরুর প্রথম বছরেই আলোচনায় এসেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এর কারণ যেমন ভিন্ন ধরনের কনটেন্ট, তেমনি শুরু থেকেই চোখে পড়ার মতো ছিল চরকির বিশেষ দিবস ঘিরে আয়োজন। বিজয় দিবস, নারী দিবসসহ বিশেষ দিনের কনটেন্টগুলো জনপ্রিয়তা পেয়েছে। এবার দর্শকদের ঈদে বিনোদন দিতে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সাজাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতরে চমক হিসেবে থাকছে তারকাবহুল ধামাকা ওয়েব ফিল্ম ‘ফ্লোর নম্বর ৭’।
সম্প্রতি দর্শকদের পরিচিত নাম চরকির ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘টান’। সিনেমা দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এই থ্রিলার ও পারিবারিক ড্রামার পর চরকিতে রহস্য, রোমাঞ্চের গল্প নিয়ে আসছেন পরিচালক রায়হান রাফি।

তিনি বলেন, ‘সিনেমা হলে একাধিক ছবি মুক্তি পাবে। সেভাবে চরকিও বিশাল ধামাকা নিয়ে আসছে। দেশের ওয়েবের জন্য এবার নতুন কিছু আসছে। ওয়েবে আগে এমন কনটেন্ট হয়নি। আমরা আইটেম গান থেকে শুরু করে স্টার কাস্টিং, গল্প থ্রিলার, রোমাঞ্চ—সব যোগ করেছি। শুধু এটাই বলব, এখন পর্যন্ত এত বড় আঙ্গিকে কোনো ওটিটি প্ল্যাটফর্ম সিনেমা নিয়ে আসেনি। ঈদে সব বিনোদন দর্শক ঘরে বসে ‘ফ্লোর নম্বর ৭’–এ পাবেন।’

‘খাঁচার ভেতর অচিন পাখি’ সিনেমার ‘পাখি’ চরিত্র দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তমা মির্জা। সিনেমায় অভিনয় তাঁকে এনে দিয়েছে প্রশংসা। পেয়েছেন চ্যানেল আই স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার। এবার ফ্লোর নম্বর ৭ সিনেমায় সেই ‘পাখি’ চরিত্রেই ফিরছেন এই অভিনেত্রী। তবে এবারের শুটিং ছিল তমা মির্জার জন্য খুবই চ্যালেঞ্জিং। কারণ, কিছুদিন আগে তাঁর পা মচকে গেছে। সেটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সেই পা নিয়ে অংশ নিয়েছেন আইটেম গানে। এই অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ে ব্যথা পাওয়া, কেটে যাওয়া, পড়ে যাওয়া—এসবে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এবার তেমন ঘটনা ঘটেছিল। কাজটি সম্পর্কে শুধু এটুকু বলব, ঈদে দর্শক যে ধরনের গল্পে আনন্দ পান, সেই রকম একটি কাজ ফ্লোর নম্বর ৭। চলচ্চিত্রজগতের অনেক কিছুই এই গল্পে রয়েছে। গল্প, আর্টিস্ট পরিচালক, প্ল্যাটফর্ম—সবকিছু মিলিয়েই ঈদে এটা আমাদের চমক।’

জানা গেল আরও মজার তথ্য। বুবলীর ক্ষেত্রেও একই ঘটনা। চরকিতে আলোচিত টান সিনেমার ‘অবণি’ চরিত্র দিয়ে ভিন্ন ইমেজ তৈরি করেছেন অভিনেত্রী শবনম বুবলী। তিনি এবার ‘অবণি’ হয়ে আসছেন ফ্লোর নম্বর ৭–এ। এখনো চরকিতে প্রচারিত টান সিনেমার রেশ কাটেনি। ঢাকার বাইরে থেকে এখনো নিয়মিত দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। অনেকেই অবণি বলে ডাকছেন। এবার যেন আগে থেকেই ঈদের আমেজে আছেন এই অভিনেত্রী। প্রথমবার ঈদে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর সিনেমা মুক্তি পাবে।

 ‘ফ্লোর-নম্বর-৭-চমক-অনেক-বাকি

অবণি হয়ে ফেরা প্রসঙ্গে বুবলী বলেন, ‘টান থেকে একদম রিভার্স গল্প ফ্লোর নম্বর ৭। পরিচালক গল্পটি নিয়ে প্রস্তাব দেওয়ার পরই মনে হয়েছে, এই চরিত্র আমার জন্য। অসাধারণ একটি কাজ হয়েছে। সারা বিশ্বের বাংলাভাষী দর্শকদের উপযোগী করেই এটি তৈরি হয়েছে। আমার জন্য এটা ছিল চ্যালেঞ্জিং কাজ। ওটিটির প্রথম কাজ দিয়েই এতটা আলোচনা পাব, ভাবিনি। এবারও দর্শক হতাশ হবেন না।’

‘পাখি’ ও ‘অবণি’কে ফ্লোর নম্বর ৭–এ ফেরানো প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘আগের দুই চরিত্রের রিক্রিয়েশন বা সত্তা এই ছবিতে দর্শক দেখতে পাবেন। দর্শকদের দুই ভালোবাসার চরিত্রকে নিয়েই আমরা ঈদে আসছি। এখনো অনেক চমক বাকি রয়েছে।’

ফ্লোর নম্বর ৭ নাম কেন? সিনেমাটি একটি শুটিং ফ্লোরের গল্পকে নিয়ে। এই ফ্লোরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেট ঘটনা নিয়েই রহস্যের দানা বাঁধতে থাকে। কিছু আবেগ, ভালোবাসা আর কিছু গুঞ্জন নিয়ে সিনেমাটির টান টান গল্প। সিনেমাটিতে অভিষেক হচ্ছে নবাগত অভিনেতা ও র‍্যাম্প মডেল রাজ ম্য়ানিয়া। এটি তাঁর প্রথম অভিনীত সিনেমা। প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি বেশ পরিচিত মুখ। চমক আরও বাকি। ফ্লোর নম্বর ৭ সিনেমায় বিশেষ একটি চরিত্রে হাজির হচ্ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তাঁকে দেখা যাবে পুলিশের চরিত্রে। রয়েছেন সুমন আনোয়ারসহ আরও অনেকে। তবে এটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *