বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্ণার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোটার জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিবহুল নানান চিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্ণার’ এর উদ্বোধন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত এ কর্ণারের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, আক্তার জাহান সাথী, কাজী মো. মেশকাতুল ইসলাম ও রেশমা খাতুন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতি ছবি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়াভরা ছবি, বাংলাদেশ ও চাঁদপুর জেলার মানচিত্র, লিখিত জাতীয় সঙ্গীত, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, মহান মুক্তিযুদ্ধের নারী যোদ্ধাগণের ছবি, যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের দুর্লভ ছবি, মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাসের ছবি, জেলার মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার, মোলহেড রক্তধারা, ফরিদগঞ্জ রূপসা জমিদার বাড়ীর ছবিসহ জেলা প্রশাসকরের নানান কর্মকান্ডের ছবি এ কর্ণারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *