ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন ভারতী সিং

কপিল শর্মা শো–এর জনপ্রিয় কমেডিয়ান ও উপস্থাপক ভারতী সিং মা হয়েছেন সম্প্রতি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন তিনি। আজ বৃহস্পতিবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন এই তারকা। হাসপাতালের বাইরে ছেলে ও স্বামীকে নিয়ে ক্যামেরাবন্দী হন ভারতী সিং।
প্রথমবার মা হয়েছেন ভারতী সিং। তাই আনন্দটা একটু বেশিই এ কমেডি কুইনের। ইনস্টাগ্রামে তাঁদের যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা গেল, হাসপাতালের বাইরে হাস্যোজ্জ্বল ভারতী ও হর্ষ লিম্বোচিয়া। হর্ষের কোলে ফুটফুটে ছেলেটি।

এদিন ভারতীকে পার্পল রঙের পোশাকে দেখা গেছে। হর্ষের পরনে নীল শার্ট ও ডেনিম জিনস। হলুদ কাপড়ে ঢাকা ছেলেকে আগলে রেখেছেন হর্ষ। সাংবাদিকদের জন্য পোজ দিয়ে ছবিও তোলেন তাঁরা। ছেলের আগমনে খুশি কি না, সাংবাদিকদের সেই প্রশ্নও করেন ভারতী। সাংবাদিকেরা মজা করে বলে ওঠেন, ‘কেউ মামা হয়েছে, আবার কেউ চাচা।’

গত সোমবার নিজেদের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও শেয়ার করেন এ দম্পতি। সন্তানের জন্মের দুই দিন আগের দিনটা কেমন ছিল, ভিডিওতে সে কথাই বলতে শোনা গেছে ভারতীকে।

ভিডিও শেয়ার করে দম্পতি জানিয়েছেন, ‘পৃথিবীর আলো দেখেছে এই শিশু। ও এখন সুস্থ আছে। অনেকটা স্বপ্নের মতো। আবেগপ্রবণ অভিজ্ঞতা। আমাদের সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে আনন্দের ঘটনা। প্রথমবার নিজের সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি সব থেকে সেরা। অনুগ্রহ করে আমাদের শিশুর প্রতি আপনাদের ভালোবাসা উজাড় করে দিন, যেভাবে আপনারা আমাদের ভালোবাসেন।’

ছেলেকে-নিয়ে-বাড়ি-ফিরেছেন-ভারতী-সিং

গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী সিং। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন। হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’-এ উপস্থাপনাও করেছেন। প্রেগন্যান্সি শুট করেও সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *