চাঁদপুরে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ

শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ৭ম শাহাদাতবাষিকী উপলক্ষ্যে ও হত্যাকারীদের দ্রুত বিচারকার্য সম্পাদন করার দাবীতে চঁদপুর জেলা ইসলামী ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সকাল ১০ টায় শপথ চত্বরে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন ২০১৪ সালের আজকের দিনে শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে রাজারবাগে তার নিজ বাসায় নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়। আমরা ঘাতকদের নাম ঠিকানা আইন শৃংখলা বাহিনীকে দিয়েছি। কিন্তু তারা ঘাতকদের আইনের আওতায় আনতে পারেনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হলো। শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকির খুনিদের বিচার বাংলার মাটিতে ১শ’ বছর পর হলেও করতে হবে। তিনি ছিলেন একজন মিডিয়া ব্যাক্তিত্ব। এদেশে যদি মুক্তিযোদ্ধার সন্তানদের বিচার করা হয়, তাহলে শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকির খুনিদের বিচার করা কেন হবে না।

ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি রিয়াজুল করিম বাছিমরের সভাপতিত্বে ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোঃ জাফর আহমেদ। আরো বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মোঃ আব্দুর রহিম। কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা সহ-সভাপতি নুরুল আলম মামুন, রেজাউল করিম রাজু, নুরে আলম ফরাজী, সহ-সম্পাদক ইমাম হোসাইন রেজা, অর্থ সম্পাদক নুরুন্নবী মিয়াজী প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *