ভিড় নেই বুস্টার কেন্দ্রে, টিকা নিয়ে হাসিমুখে ফিরছে মানুষ

ভিড় নেই বুস্টার কেন্দ্রে, টিকা নিয়ে হাসিমুখে ফিরছে মানুষ

বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে সারা দেশে বুস্টার ডোজ (তৃতীয় টিকা) দিচ্ছে সরকার। নগরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় ৪১টি ওয়ার্ডে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে চলছে টিকাদান।

তবে প্রথম বা দ্বিতীয় ডোজের মতো টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় নেই। তাই স্বস্তিতে টিকা নিয়ে হাসিমুখে ঘরে ফিরছেন নগরবাসী।
সরেজমিন আসকার দীঘির পাড়ের শতদল ক্লাবে জামালখান ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র ১০-১২ জন নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। আবার কয়েকজন এসেছেন টিকার প্রথম দুই ডোজ গ্রহণের প্রমাণপত্র (কার্ড, ফরম) ছাড়াই। তাদের কীভাবে অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে হবে তা শিখিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কার্যালয়ে বেলা ১১টা পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১৫ জন।

টিকা গ্রহীতার সংখ্যা কম হওয়া প্রসঙ্গে জামালখান ওয়ার্ডের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, কিছু দিন আগে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তাই হয়তো ভিড় কম। তবে দিনব্যাপী টিকা দেব আমরা। আমাদের ওয়ার্ডের জন্য ১ হাজার টিকা বরাদ্দ রয়েছে। প্রয়োজনে অন্য ওয়ার্ড থেকেও আনা যাবে।

টিকা নিয়ে খুশি আসকার দীঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা কামরুন নাহার (২৯)। শতদল ক্লাব কেন্দ্রে টিকা নেওয়ার পর তিনি বাংলানিউজকে বলেন, সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশ্বজুড়ে অনেক সমস্যা, সংকটের মধ্যেও তিনটি করোনা প্রতিরোধী টিকা নিতে পেরেছি আমরা। সবাই যদি করোনার টিকা নেন, সচেতন থাকেন তাহলে দেশ থেকে করোনা নির্মূল সম্ভব।

এর আগে ১৭ জুলাই) নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় ‘গণবুস্টার ডোজ ভ্যাকসিনেশন’ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। তবে টিকা নিতে আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *