চাঁদপুরে একসাথে ধরা পড়লো ১১টি বোয়াল

চাঁদপুরে মেঘনা নদীতে চাপজালে একসঙ্গে ধরা পড়লো ছোট-বড় আকারের ১১টি বোয়াল মাছ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাছগুলো চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসে জেলেরা। হাজী আব্দুল ওহাব মালের মৎস্য আড়ৎতে মাছগুলো বিক্রি করা হয়।

মাছঘাটের পাইকার ক্রেতা রফিক মিয়া জানান, তাজা বোয়াল মাছগুলোর ওজন হয় ২৭ কেজি। সেগুলো ৬২৫ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় ক্রয় করেছি।

চাঁদপুর পুরানবাজার মধ্য শ্রীরামদীর বাসিন্দা জেলে শুক্কুর আলী বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমাদের নৌকার জেলেরা আজও চাপ জাল ফেলে নদীতে মাছ ধরছিল। মেঘনার ইব্রাহীমপুরের নরহদ্দিচর এলাকায় একসঙ্গে ১১টি বোয়াল মাছ ধরা পড়ে। মাছগুলো দ্রুত বিক্রি করতে পেরে আনন্দ লাগছে।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় রাক্ষুসে জাতীয় মাছের উৎপাদন বাড়ছে। সেজন্য জেলেরা নদীতে প্রচুর বোয়াল মাছ ধরতে পারছে। আরো বেশি বোয়াল মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *