হাজীগঞ্জ প্রতিনিধি হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, ভবিষ্যতের দিক বিবেচনা করে সরকার শিক্ষা প্রসারে সকল সুযোগ সুবিধা দিচ্ছে। নিজকে প্রতিষ্ঠিত করতে হলে ভালো ভাবে পড়া লেখা করতে হবে। আর উচ্চ শিক্ষা গ্রহন করে নিজকে প্রতিষ্ঠিত করাই হলো বাবা-মায়ের কষ্ট লাগব করায়। আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে বা মানসম্মত শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির কল্যানে কাজ করে নিজকে প্রতিষ্ট করা। এতে বাবা-মায়ের মুখ উজ্জল হবে এবং আর্থিক ভাবে তোমরা স্বাবলম্বী হবে।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, ৯৬ সালে নির্বাচিত হয়ে হাজীগঞ্জ-শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন করেছি। এমন উন্নয়ন আর কোন সরকার করতে পারেনি। যেটি আওয়ামীলীগ সরকার করেছে। আমরা ডাকাতিয়া নদীর উপর আমার প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ৮টি ব্রিজ নির্মান করেছে। আমার দু’উপজেলা ছোট ছোট ৭৫০ টি ব্রিজ-কালভার্ট ও ৭শ’র অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়েছে। আগে বিদ্যুৎ এর হাহাকার ছিলো। এখন বিদ্যুৎ এর জন্য কেউ আমার কাছে আসে না। আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। বাংলাদেশে উন্নয়নের যে মহাকর্মযঙ্গ চলছে এটি অন্য কোন দেশে হচ্ছে কি না আমার জানা নেই। যা বাংলাদেশে হচ্ছে। এ ধারাবাহিকতায় ধরে রাখতে হবে। তাহলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত পাবে।
বুধবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. অসীম কুমার দাস এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তন্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক, হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার,;উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এ খালেক, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের সদস্য নাজমুল হাসান নয়ন, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারি,সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীলসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্যরা।