মতলবে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখায় জরিমানা

মতলবে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখায় জরিমানা

মতলব প্রতিনিধি

মতলব বাজারে ক্রোকারিজ, লাইব্রেরী, মুদী, ডিজেল-পেট্রোল এবং ইলেকট্রনিক এর দোকানে লাইসেন্স ছাড়াএলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ

আদালত। সোমবার (১৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মতলব বাজারের ৫ টি দোকান মালিককে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী

কমিশনার( ভুমি) সেটু কুমার বড়ুয়া। তিনি বলেন, যত্রতত্র বিভিন্ন দোকানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র,ফায়ার সার্ভিসের অনুমোদন এবং অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় তাদেরকে জরিমানা করা হয়। অপরদিকে

আগামী ১০ দিনের মধ্যে উল্লেখিত কাগজপত্র করার জন্য বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আশাদুজ্জামান ও মতলব দক্ষিন থানার

এএসআই শামসুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ।

এসময় সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া বলেন দশ দিনের মধ্যে সকলকে অগ্নি নির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *