মতলব ছেংগারচর পৌরসভার ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৩৮ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়ছে। ১৬ জুলাই শনিবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে এবাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

বাজেটে আয় ৩৮ কোটি ৪ লাখের বিপরীতে ব্যায় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।এর মধ্যে রাজস্ব আয় ১ কোটি ৭৬ লাখ এবং রাজস্ব ব্যায় ১ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা। বাজেট উদ্ধৃত ২৪ লাখ ৭৯০ হাজার টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক হেদায়েত উল্লাহ বলেন, পৌরবাসীর উপর ধার্য্যকৃত পৌর কর নিয়মিত পরিশোধ করবেন এবং সেবা নিবেন। যেকোন প্রয়েয়াজনে আমাকে জানাবেন আমি পৌরবাসীর সেবা করতে প্রস্তুত।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন।

ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও পৌর সচিব আবু সূফিয়ানের পরিচালনায় আরো বক্তব্য দেন -এএসপি (সার্কেল) ইয়াসির আরাফাত, ছেংগারচর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, ছেংগারচর বাজার পৌর বনিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর প্রমুখ।

এসময় পৌরসভার সাবেক কাউন্সিলর, কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *