মাদকের বিস্তার রোধে আরো কার্যকর উদ্যোগ জরুরী

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল চাঁদপুরে মাদক এখন এতোটাই বিস্তার লাভ করেছে যে, প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় এর চিত্র ফুটে উঠছে। যুবক, বৃদ্ধ, নারী থেকে শুরু করে সব বয়সী মানুষকেই এই মাদক কারবার অথবা মাদক বহন কিংবা পরিবহনের সাথে জড়িত দেখতে পাওয়া যায়। এমনটি এখন সেবনকারীদেরও আটক করছে পুলিশ।
এই অবস্থায় পুলিশ প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনী তৎপর রয়েছে যে তাতে কোন সন্দেহ নেই। তবে মাদকের বিস্তার কেন থামছে না তা ভাবতে হবে সবাইকে।
আমরা দেখেছি এসব মাদক সংশ্লিষ্টরা জেলখানার এক দরজা দিয়ে ঢুকে এবং সেই দরজা দিয়েই সহসাই বেরিয়ে যায়। যার কারণে একই ব্যক্তিকে বার বার মাদক নিয়ে আটক হতে দেখা যায়। আমরা মনেকরি এটা রোধ করা দরকার। আইনের যদি কোন ফাঁক ফোঁকর থাকে তা চিহ্নিত করে সংশোধন করা জরুরী। অন্যথায় মাদক নিমূল সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *