স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি মহিলা কলেজের মাঠে অনুষ্ঠিতব্য এসেম্বলীতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ ও বক্তৃতা প্রদান অনুষ্ঠিত
হয়।
উক্ত অনুষ্ঠানটি পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ বিরোধী কমিটির
আহ্বায়ক ড. কানিজ ফাতেমা এর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
শপথ বাক্য অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবাই একসাথে শপথ বাক্য পাঠ করেন। জীবনের কোনো পর্যায়ে মাদক না নেয়ার শপথ করেছে চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কোনোক্রমেই কারো প্ররোচনায় মাদক গ্রহণে উদ্বুদ্ধ হওয়া যাবেনা এবং
জীবনের কোনো পর্যায়ে মাদকের সঙ্গে যেন নিজেকে না জড়ানো হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে”।
মাদক বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।