মুক্তিযুদ্ধের বিজয় মেলার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার আজ ৮ ডিসেম্বর চাঁদপুর হানাদার মুক্ত দিবস। ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে ১৯৯২ সাল থেকে চাঁদপুরে উদ্যাপিত হয়ে আসছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ৫ ডিসেম্বর। ওইদিন আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিজয় মেলার কর্মসূচি মূলতঃ শুরু হচ্ছে আজ ৮ ডিসেম্বর থেকে। মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ ৮ ডিসেম্বর বিকেল ৪টায় চাঁদপুর মুক্ত দিবসে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হানাদার মুক্ত দিবসের কার্যক্রম শুরু হবে। বিকেল ৪টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমান এমপি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা পর্ব।

আলোচনা পর্বে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও অংশনিবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। রাতে চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ, শিশুদের বিনোদন, কুঁটির শিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী ছাড়াও প্রতিদিন বিজয় মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন। এছাড়াও মুক্তিযুদ্ধের বিজয় মেলায় শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকছে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *