মেঘনায় ট্রলারে ডাকাতি যাত্রীদের সর্বস্ব লুট

স্টাফ রিপোটার চাঁদপুরের মেঘনায় চিড়ারচরের যাত্রীবাহী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টার সময় সদর উপজেলার বিষ্ণুপুরের লালপুর টেক নামক এলাকায় জাহাঙ্গীর বেপারীর ট্রলারে ডাকাতির এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুরাণবাজারের একাধিক ব্যবসায়ী এ তথ্য নিশ্চিত করেন। যাত্রীরা জানান, দ্রুতগতির সাদা রঙের একটি স্পীডবোট ট্রলারের কাছে এসে দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে তাদেরকে মারপিট করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও অন্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় বেশ কজন ট্রলার যাত্রী আহত হন। ডাকাতরা যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে উত্তর দিকে চলে যায়। পরে চর এলাকার উন্নয়নের সোলারের সাহায্যে ডাকাতের কবলে পড়া যাত্রীরা গন্তব্যে পৌঁছে। এ ব্যাপারে চাঁদপুর নৌ থানা ওসি কামরুজ্জামানের সাথে আলাপকরলে তিনি জানান, নৌ ডাকাতির এ ঘটনা জানেন না। এ বিষয়ে কেউ কোন অভিযোগও করেনি। তবে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শরীয়তপুর নৌ সার্ভিসে ট্রলার মালিক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কিভাবে তারা চলাচল করবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *