মেঘনা নদীতে ভেসাল জালে মাছ শিকার

মেঘনা নদীতে ভেসাল জালে মাছ শিকার

প্রযুক্তির বদৌলতে গ্রাম বাংলার অতি পরিচিত ভেসাল জালের দেখা মেলা ভার। এক সময় চাঁদপুরের বিভিন্ন গ্রামাঞ্চলের এসব ভেসাল জাল দিয়ে দেশীয় মাছের একটা বিরাট অংশ উঠে আসতো। এখন আর গ্রামের সেই দেশীয় মাছের অধিক্য দেখা না গেলেও ভেসাল জালের অস্তিত্ব এখনো টিকে আছে।

বর্ষা মওসুমে এসব ভেসাল জাল দিয়ে গ্রামের বিভিন্ন অঞ্চলে এখনো মাছ শিকার করতে দেখায় যায়। বিশেষ করে জোয়ার ভাটায় যেসব খাল বিল পানিতে

 

ভরে উঠে তখন একশ্রেণীর গ্রামীণ মৎস্য শিকারী এই ভেসাল জাল ব্যবহার করে অনেক লাভবান হন। এভাবেই চাঁদপুর বড়োস্টেশন এলাকায় মেঘনা

নদীতে ভেসাল জাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায় রসিক মৎস্য শিকারীকে। এতে দর্শনার্থীরা অনেক উপভোগ করেন। গতকাল ৩১ জুলাই পড়ন্ত

বিকেলে চাঁদপুর বড়ো স্টেশন এলাকা থেকে ছবিটি তুলেছেন সাংবাদিক মো. এরশাদ খান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *