কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল মোবাইল ব্যাংক নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিন দিন বেড়েই চলছে। প্রচলিত ব্যাংকের জটিলতার কারণে মানুষ সহজ কিছু চান। তাই বর্তমান বিশ্ব খুব দ্রুততার সঙ্গে উন্নয়নের দিকে আগাচ্ছে। এই উন্নয়নের তালিকায় মোবাইল ব্যাংকিং একটি অন্যতম খাত। বিশ্বের এই পরিবর্তনের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হলে দেশীয় মোবাইল ব্যাংকিং খাত আরও উন্নত ও সহজ করতে হবে। যাতে দেশের নিম্নআয়ের মানুষও মোবাইল ব্যাংকিংয়ের আওতায় চলে আসে। কারণ আমরা সবাই জানি যে, আগামী দিনের বিশ্বে প্রচলিত মুদ্রার ব্যবহার কমে আসবে।
ডিজিটাল মুদ্রা বা ই-মানি সেই জায়গা দখল করবে। মানুষের পকেটে কোনো টাকা থাকবে না। তাই মোবাইল ব্যাংকিংয়ে পিছিয়ে পড়া মানুষ ও স্বল্প আয়ের মানুষদের মোবাইল ব্যাংকিংয়ে আগে থেকেই অভিজ্ঞ করে তোলাটা অনেক জরুরি। যদি দেশের সব আয়ের (স্বল্প-উচ্চ) মানুষ মোবাইল ব্যাংকিংয়ে আস্থা পায় এবং ব্যবহার করে তা হলে দেশের অর্থনীতিতে মোবাইল ব্যাংকিং এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তবে এই মোবাইল ব্যাংকিং খাতে যে সকল অভিযোগ রয়েছে তার সমাধানও করতে হবে। জটিলতা কমিয়ে আনতে হবে। তবেই মানুষ মোবাইল ব্যাংকিংকে আপন করে নিবে। এতে দেশ ও জাতিরই উপকার হবে।