যানবাহনে কালো ধোঁয়া রোধ করার উদ্যোগ নিতে হবে

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

সাধারণত যান্ত্রিক ত্রুটির কারণে যানবাহনে কালো ধোঁয়া নির্গত হয়। গাড়ি থেকে কেন কালো ধোঁয়া বের হয়? গাড়ির ইঞ্জিন চলে জ্বালানি তেলে। সেই তেল পোড়াতে অক্সিজেন লাগে। জ্বালানির সাথে পর্যাপ্ত অক্সিজেন না থাকলে তা ঠিকমতো পোড়ে না। তখন আধপোড়া কিংবা অব্যবহৃত জ্বালানি বের হয়ে আসে, মিশে যায় বাতাসে। গাড়ির কালো ধোঁয়ায় বেশি পরিমাণে কার্বন ও আধপোড়া জ্বালানি থাকে। গাড়ি থেকে অনেকসময় ধূসর ধোঁয়া বের হয়ে আসে। এ ধূসর ধোঁয়া বের হয় ইঞ্জিনঅয়েল বা লুব্রিকেন্ট বের হয়ে এলে। আবার অনেকসময় কিছু মোটরসাইকেল অথবা টেম্পো-জাতীয় হিউম্যান হলার ডিজেলের সাথে ইঞ্জিন অয়েল মেশায় জ্বালানি কম পোড়ার জন্য। জ্বালানির সাথে ইঞ্জিন অয়েল মেশালে প্রচুর ধোঁয়া বেরিয়ে আসে। কালো ধোঁয়া বের হয়ে আসে বেশি মালামাল বহন করলে, বাল্ব টাইমিং সঠিক না হলে, কম্প্রেসারের চাপ কম হলে। ইনজেকটর ত্রুটিযুক্ত হলে কালো ধোঁয়া বের হবে। পিস্টন রিং ও লাইনার ক্ষয়প্রাপ্ত হলেও কালো ধোঁয়া বের হয়।
বাস্তবতা হলো- চাঁদপুরের সর্বত্রই এখন এমন যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও চালকরা ওই সব যাত্রীবাহী বাস, পিকআপ, ট্রাকসহ অন্যান্য গণপরিবহন মাসের পর মাস নির্বিকারে চালিয়ে যাচ্ছেন। এতে তাদের কোনো ভাবান্তর নেই। গণপরিবহনের চালকদের বক্তব্য- ইঞ্জিন দেখা তাদের কাজ নয়, তাদের কাজ গাড়ি চালানো। মালিক ঠিক করে না দিলে তাদের কী করার আছে।
আমরাও মনে করি, জনস্বাস্থ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে ত্রুটিযুক্ত যানবাহন চলাচল বন্ধ করতে হবে। এ জন্য বিআরটিএ’র উদ্যোগ নিতে হবে। সাথে সাথে ঢাকার ট্রাফিক পুলিশ বিভাগকে তৎপর করতে হবে। এতে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল কমবে বলে আশা করা যায়। তখন কালো ধোঁয়া নির্গত হওয়াও কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *