আজ দুপুরে মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেল ‘রানওয়ে থার্টিফোর’ ছবির ট্রেলার। এই ছবির প্রযোজক, পরিচালক, নায়ক—সবকিছুই অজয় দেবগন। তবে থ্রিলারধর্মী এই ছবির অন্য মূল চরিত্রে আছেন অমিতাভ বচ্চন। এদিনের সংবাদ সম্মেলনে অজয় মেলে ধরলেন বিগ বিকে নিয়ে কিছু কথা।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অজয়ের ছবি ‘রানওয়ে থার্টিফোর’। সমালোচকেরা বলছেন, এই ছবির শক্তিশালী গল্পের পাশাপাশি কাস্টিংও দুরন্ত। অজয় দেবগন আর অমিতাভ ছাড়া বোমান ইরানি, রাকুল প্রীত সিং, আকাঙ্ক্ষা সিং, অঙ্গিরা ধর আছেন ছবির অন্যান্য মূল চরিত্রে।
অজয় আর অমিতাভকে এর আগে একসঙ্গে একাধিকবার পর্দায় দেখা গেছে। তবে এই প্রথম অজয়ের পরিচালনায় কাজ করলেন বিগ বি। ট্রেলার মুক্তির পর অজয় অমিতাভের কাস্টিং প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ছবিতে মিস্টার বচ্চন রাজি না হলে আমি অন্য কারুকে কাস্ট করতেই পারতাম না। আর আমি হয়তো ছবিটাই করতে পারতাম না।’
অমিতাভের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সেটে যেতাম। আর তখন থেকে তাঁকে জানি। তাঁর কাছ থেকে সব সময় ভালোবাসা পেয়ে এসেছি। আমি মিস্টার বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছি। তাঁর মতো পেশাদার, প্রতিভাবান অভিনেতা আমার মনে হয় সারা বিশ্বে নেই। এখনো যে উৎসাহ, প্রাণশক্তি নিয়ে তিনি কাজ করেন, তা সত্যি ভাবা যায় না। তাঁর শরীরে অনেক যন্ত্রণা, কষ্ট আছে। কিন্তু সেটে এলে তিনি সবকিছু ভুলে যান। তাঁর কাছ থেকে সব সময় প্রেরণা পেয়ে এসেছি। সব সময় তিনি আমাদের সমৃদ্ধ করেছেন।’
‘রানওয়ে থার্টিফোর’ ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে। ২৯ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে আসবে।
বলিউড থেকে আরও পড়ুন