শহর রক্ষা বাঁধ রক্ষায় স্থায়ী উদ্যোগ নেওয়া হোক

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
চাঁদপুরে নদী ভাঙ্গন নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই চাঁদপুরের কোথাও না কোথাও নদীর ভাঙ্গন দেখা দেয়। তবে সরকারের সময় উপযুক্ত পদক্ষেপের কারণে সাম্প্রতিক কালের মধ্যে অনেকাংশেই নদী ভাঙ্গন কমে এসেছে। এটা অবশ্যই এই জনপদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা মনেকরি সরকার চাইলে স্থায়ী বাঁধ নির্মাণ করে এই ভাঙ্গণকে স্থায়ীভাবেই বন্ধ করতে পারে। আমরা জানিনা সরকার কেন এমন উদ্যোগ নিচ্ছে না।
গত বছরও পুরান বাজার এলাকায় শহর রক্ষা বাঁধে ফাঁটল দেখা দেয়। তাই সরকারও এই শহর রক্ষা বাঁধ নিয়ে নতুন করে ভাবছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডও উদ্যোগ গ্রহণ করেছে।
গতবছরের নভেম্বর মাসে আমরা শহররক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণের উপন সার্ভে করেছে তারা। সেই সার্ভে রিপোর্ট হেডঅফিসে পাঠিয়েছে। সেই অনুযায়ী ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত হলে অস্থায়ীভাবে বাঁধ মেরামত কাজের জন্য পরবর্তী প্রস্তাবনা পেশ করা হবে। চাঁদপুর শহরকে স্থায়ীভাবে রক্ষার প্রকল্পটি কোন পর্যায় রয়েছে এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, চাঁদপুর শহর রক্ষা পুনর্বাসন প্রকল্পের জন্যে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় ডিপিপি পাঠিয়েছি। বর্তমানে সেটি পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে। ৩ হাজার ৫০০ কোটির এ প্রজেক্ট দেয়া হয়। তাতে শহর রক্ষাবাঁধের ৩৩৬০ মিটার প্রতিরক্ষামূলক কাজসহ প্রায় ১৩ কিলোমিটার ড্রেজিং রয়েছে।

আমরা মনেকরি এই উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী উদ্যোগ। তাই স্থায়ীভাবে এই শহর রক্ষা বাঁধ নদী ভাঙ্গন স্থায়ীভাবে রোধ করবে। এই কাজটি যেন যথাযথভাবে দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন হয় সেটাই আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *