শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল

 

তিনি হচ্ছেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, জেলা আওয়ামী লীগের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি পৌর এলাকার শিশু, কিশোর ও শিক্ষার্থীদের সুন্দর মনের অধিকারী হয়ে তাদের জীবন সুন্দরভাবে পরিচালনা ও শিক্ষার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করার চিন্তায় নিজেকে কাজে লাগাতে চাচ্ছেন। তাই তিনি শিশু, কিশোর ও শিক্ষার্থীদের জীবন সুন্দর থেকে যেন অসুন্দরে না’যায় এবং মাদকসহ বিভিন্ন পথ থেকে বিরত রাখার জন্য আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীকে বিদ্যালয়ে পাঠিয়ে প্রধান শিক্ষক গোফরান হোসেনের হাতে ফুটবল তুলে দিয়েছেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বিতরণ করা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ ধরনের নিরবে সহায়তা করা বর্তমানে একটি বিড়ল দৃষ্টান্ত বলে দাবী করেছেন, সচেতন মহল ও সুধীজন।

এ বিষয়ে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করে তাদেরকে ভালপথে ধাবিত করার জন্য আমি বিভিন্ন এলাকায় ক্রিয়া সামগ্রী দিয়ে এ ভাবে সহায়তা করছি। যাতে তারা খেলাধূলায় মগ্ন থাকে। এতে করে তারা মাদকসহ বিভিন্ন ভুলপথ পরিহার করবে। তাতে আমাদের এ সমাজ ব্যবস্থা উন্নত হবে এবং আমাদের সন্তানরা মাদক থেকে মুক্ত থাকবে।

তিনি আরো বলেন,  তার চেয়ে বড় কথা এই শিশুদের সুন্দর ভবিষ্যত তৈরি করে দেয়া সবার দায়িত্ব ও কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *