শিক্ষা সামগ্রীর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

দেশের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়লেও তাদের আয় তেমনিভাবে বাড়েনি। তাই শিক্ষাসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তাদের মধ্যে এক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে আছেন। দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর কথা চিন্তা করে, বিশেষ করে গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা যাতে শিক্ষাসামগ্রী ক্রয় করে তাদের শিক্ষাজীবন নির্ভারভাবে চালিয়ে যেতে পারে, এ বিষয়ে সরকারকে এখনই ভাবতে হবে।

আমরা প্রত্যাশা করবÑ সরকার খুব দ্রুত শিক্ষাসামগ্রীর দাম কমিয়ে তা দরিদ্র শিক্ষার্থীদের হাতের নাগালে আনার মাধ্যমে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে সহায়তা করবে। প্রয়োজনে শিক্ষাসামগ্রী খাতে স্বল্পসময়ের জন্য হলেও মূল্যছাড়ের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার সঙ্গে সমন্বয় করে মূল্য নির্ধারণ করার মাধ্যমে তাদের পাশে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *