চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চান্দ্রা শিক্ষিত বেকার  যুব বহুমুখী সমবায় সমিতি লিঃএর  ২৩ বার্ষিক সাধারণ সভা  ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।

গতকাল ১১ ই ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর শহরের স্টেডিয়াম এ সভা অনুষ্ঠিত হয়,
সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও  সম্পাদক দেবব্রত সরকারের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়।

২৩ তম বার্ষিক সাধারন সভায়  মোট ১৫ টি আলোচ্য সুচির উপর  আলোচনা  ও সিদ্ধান্ত গৃহীত হয়

শিক্ষিত

সাধারন সভা শেষে সদস্য ও তাদের  পরিবার এবং সকল স্টাফদের সারাদিন ব্যাপী ফ্যামেলি ডে অনুষ্ঠানে ২০২১ – ২০২২ অর্থ বছরের ব্যবস্হাপকদের প্যারফরমেন্স এর উপর ভিত্তি করে ১ম, ২য়,ও ৩য় স্হান অর্জনকারী ব্যবস্হাপক হিসাবে মোঃ কবির হোসেন হাজীগঞ্জ শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান  সমবায় সমিতি লি ১ম স্হান অর্জন করেন,সুমন চন্দ্র চৌধুরী গৃদকালিন্দিয়া শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ২য় স্থান অর্জন করেন এবং মোঃ মাসুদুর রহমান শেখ শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এই ৩ জনকে পুরস্কৃত করা হয়,এছাড়া পদবি অনুযায়ী ২০২২ সনের বর্ষসেরা মোট ২৪ জন স্টাফ কে পুরস্কৃত করা হয়, ফ্যামেলি ডে অনুষ্ঠানে খেলাধুলা র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দু ও  স্টাফদের  উদ্দেশ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ, সহসভাপতি  গিয়াসউদ্দিন মিলন, সাধারন সম্পাদক আল ইমরান শোভন, মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার  মো: মোখলেসুর রহমান, হাজীগঞ্জ  গোলামুর রহমান, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অমল চন্দ্র নন্দী,এছাড়া  ও সমিতির ব্যবস্হপনা কমিটি ও সদস্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক  ডাক্তার সাইফুল ইসলাম ( সোহেল)  ঢাকা সিটিকর্পোরেশনের ইন্জিনিয়ার মোঃ বাহাউদ্দীন সুমন,অতিথি গন বলেন এ সমিতিতে  যেভাবে কর্মস্হান সৃষ্টি করে  বেকারত্ব অভিশাপ থেকে নিজেরা মুক্ত হয়েছেন এবং তাদের মধ্যে  উদ্যোক্তা সৃষ্টি করে অনেকে পরিবার স্বাবলম্বী হওয়ার সক্ষমতা বৃদ্ধি করেছে তাহারই ধারা বাহিকতা রক্ষার জন্য সমিতির কর্তৃপক্ষের  সদয় দৃষ্টি  কামনা করেন, এ সময় অন্যান্যর  মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মোঃ সেলিম আহমেদ, সম্পাদক দেবব্রত সরকার সদস্য মোঃ ইব্রাহীম খলিল, সদস্য মোঃ  মাসুদুর রহমান শেখ, মোঃ শাহজালাল আল সাফী, ,নুরুননাহার শিলা, এবং কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্হাপক কমপ্লায়েন্স দুলাল চন্দ্র দাস, বাঘড়া শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ব্যবস্হপক মোঃ মহসিন খান,এবং প্রকল্প পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্হাপক ফারজানা আক্তার, মতলব শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ব্যবস্হাপক মোঃ জাহিদ ফয়সাল /

অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখের  সমাপনী বক্তব্য এর ম্যাধমে  অনুষ্ঠানের সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *