কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
চাঁদপুরের প্রায় সকল স্কুলে এখনো পাঠ্য বই নিয়ে ক্লাস নিতে পারছেন শিক্ষকরা। প্রাথমিক ও মাধ্যমিকের কিছু বই এখনো পায়নি অনেক শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিকরে পঞ্চম শ্রেণির কোন শিক্ষার্থীই বই পায়নি একটিও। আবার নব শ্রেণির শিক্ষার্থীরাও বই পায়নি একটিও। এর মধ্যে প্রায় সকল স্কুলেই ক্লাস চালু করেছে।
শিক্ষকরা বলছে যথা সময়ে বই না পেলে পরীক্ষাও যথা সময়ে নেওয়া সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভভ শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া জরুরী। এছাড়া যে সকল বই এর মধ্যে ভুল রয়েছে সেই সকল বই এর সংশোধনও দ্রুত হওয়া উচিৎ। যাতে শিক্ষার্থীরা ভুল কিছু শিখতে না পারে।