সমবায় দেশের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

 

মতলব উত্তর প্রতিনিধি

বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ নভেম্বর) সকালে পরিষদ চত্বর থেকে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় তিনি বলেন, সমবায় দেশের উন্্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে স্বাবলম্বি হওয়া যায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফারুক আলম।
অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আমানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আল ইমরান খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রব, মতলব উত্তর কেন্দ্রীয় সমিতির সভাপতি মোঃ রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ, এখলাছপুর আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবু জাফর প্রমুখ। এছাড়াও উপজেলার সকল সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ী কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আক্তার হোসেন। সভায় সমবায়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *